Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

আমাদের সম্পর্কে-

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মানিকগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। Primary Teachers Training Institute (PTI) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সংক্ষেপে এ প্রতিষ্ঠান পিটিআই (PTI) নামে বহুল পরিচিত। মানিকগঞ্জ জেলায় অবস্থিত Primary Teachers Training Institute (PTI) টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত। ‘‘পূর্ব বঙ্গ শিক্ষা ব্যবস্থা পূর্নগঠন কমিটি ১৯৪৯’’ এর সুপারিশ অনুযায়ী পিটিআই প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় যা ১৯৫১ সাল থেকে কার্যকর হয়। সে অনুযায়ী ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ পিটিআইটি জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ২০১২ শিক্ষাবর্ষ পর্যন্ত সরকারি, রেজিঃ বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ০১(এক) বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ পরিচালনা করেছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে পিটিআই মানিকগঞ্জ, মানিকগঞ্জ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্বাচিত পিটিআই হিসেবে ১৮ মাসের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (DPEd) পরিচালনা করে আসছে। ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন কোর্সটি সি-ইন-এড পরিবর্ধিত, পরিমার্জিত সংষ্করণ। পিটিআইতে ডিপিএড প্রশিক্ষণ ছাড়াও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য স্বল্প মেয়াদী প্রশিক্ষণ হল- আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ভিত্তিক (TOT) প্রশিক্ষণ, লিডারশীপ প্রশিক্ষণ, কারিকুলাম প্রশিক্ষণ ইত্যাদি। পিটিআই ও পিটিআই এর আওতাভুক্ত ৭ টি উপজেলা রিসোর্স সেন্টার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে আসছে। পিটিআই ও ইউআরসির কর্মকর্তাগণ প্রমানক অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে থাকেন এবং প্রয়োজনীয় ফিডব্যাক দিয়ে থাকেন।

পিটিআই মানিকগঞ্জ, মানিকগঞ্জে অনুমোদিত পদের সংখ্যা ৩৬টি। তার মধ্যে ২০টি ১ম শ্রেণির গেজেটেড পদমর্যাদার, ৫টি ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদার (পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকগণ) এবং বাকী ১১টি পদ ৩য় ও ৪র্থ শ্রেণির পদমর্যাদার। এছাড়াও আউটসোর্সিং এর ৬টি অস্থায়ী পদ রয়েছে, যেখানে ৪র্থ শ্রেণির ৬ জন কর্মচারী নিয়োজিত।


পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়:

এ প্রতিষ্ঠানের অভ্যন্তরে রয়েছে একটি পরীক্ষণ বিদ্যালয়। আধুনিক ও সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশলের ব্যবহার পরীক্ষণ বিদ্যালয়টিতে অন্যান্য সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভিন্নতা দান করেছে। এই বিদ্যালয়ের জন্য রয়েছে ৬ জন শিক্ষক-শিক্ষিকা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নবতর ধ্যান-ধারণা ও পদ্ধতিসমূহ পরীক্ষণ বিদ্যালয়ে বাস্তবভিত্তিক প্রয়োগ করা হয়ে থাকে। মূলত এ বিদ্যালয়টি সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল চর্চার একটি চারণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। মানিকগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর এ বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারণ বৃত্তি পেয়ে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে। প্রশিক্ষণের নানাবিধ শিখন-শেখানো কৌশল চর্চার মাধ্যমে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী উভয়েরই মান উন্নয়নের সুযোগ রয়েছে।


পিটিআই এর অন্তর্ভুক্ত ইউআরসি-

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত মাঠপর্যায়ের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ও অন্যান্য চাকুরিকালীন প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। মূলত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন শিখন-শেখানো কার্যক্রমের গুণগত মানোন্নয়নই ইউআরসি প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রত্যেক ইউআরসির দায়িত্বে রয়েছেন একজন ইউআরসি ইন্সট্রাক্টর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ইউআরসির স্থানীয় নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। পিটিআই এর তত্ত্বাবধানে ইউআরসিতে বিভিন্ন ToT প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পিটিআই সুপারিনটেনডেন্ট ইউআরসি পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পিটিআই এ প্রতিষ্ঠানের দাপ্তরিক বিভিন্ন ফাইলপ্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ সহ ইউআরসির স্বাভাবিক কার্যক্রম তদারকী করে এবং প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করেন।